ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব পুরোপুরিভাব প্রত্যাখ্যান করেছে মধ্য প্রাচ্যের দেশ কাতার। কাতার বলছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মূল কারণ এই সম্পর্ক স্বাভাবিক করার সঙ্গে সম্পর্কিত না।
সোমবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ললওয়াহ রশিদ আল-খাতের বলেন, আমরা মনে করি না এটা (সম্পর্ক স্বাভাবিক করা) ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মূল কারণ। আর তাই এটা কোনও উত্তর হতে পারে না।
আল-খাতের আরও বলেন, ফিলিস্তিনিরা যে পরিবেশের মধ্যে বাস করছে এই সংঘাতের মূল কারণ সেটিকেই ঘিরেই। কেননা তারা ‘একটি দেশ ছাড়া, দখলদারদের অধীনে বসবাস’ করছে।