কারাগার থেকে সাতবার পালিয়ে সাতবারই ধরা

জিউসেপ্পে মাস্তিনি যিনি ‘জনি দ্য জিপসি’ নামে পরিচিত।
৬০ বছর বয়সী এই ব্যক্তিকে গত ৬ সেপ্টেম্বর সার্ডিনিয়ার কারাগার থেকে সাময়িকভাবে ছেড়ে দেয়া হয়। আর এই সুযোগ পেয়েই তিনি পালিয়ে যান।

পরবর্তীতে ইটালির দ্বীপ সারাসির কাছাকাছি একটি জায়গায় তাকে পাওয়া যায়।
ওই এলাকায় বহু বাড়িতে তল্লাশি চালায়।
আর শেষ পর্যন্ত এক ভেড়ার খোয়াড়ে খুঁজে পাওয়া যায় তাকে৷
এই সময়ের মধ্যে মাস্তিনি চুলের রং সোনালি করে ফেলেছিলেন৷ তবুও ধরা পড়ে যান তিনি।
মাস্তিনি মূলত বার্গামোর বাসিন্দা এবং ৭০-এর দশকে পরিবারের সাথে তিনি রোমে চলে যান৷
সেখানে মাত্র ১১ বছর বয়সে প্রথম খুনটি করেন৷ জানিয়েছে ইটালির বার্তা সংস্থা এএনএসএ।
১৯৮৭ সালে জেল থেকে পালিয়ে যান মাস্তিনি৷
এর পরের দুই বছর পালিয়ে থাকা অবস্থায় ছিনতাই, পুলিশ হত্যা ছাড়াও বহু অপরাধ করেন৷
বিভিন্ন অপরাধে সাতবার কারাগারে নেয়া হলেও এ পর্যন্ত সাতবার কারাগার থেকে পালিয়েছেন তিনি৷ একবারও অবশ্য পুলিশের চোখ এড়িয়ে বেশিদিন বাইরে থাকতে পারেননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.