মহামারি কালেও বিশ্বব্যাপী বহুগুণে বেড়ে গেছে ধর্ষণের মতো অপরাধ।
শিশু বৃদ্ধ সবাই এ গর্হিত অপরাধে জড়িয়ে পড়ছে।
এ অপরাধের লাগাম টেনে ধরতে কঠোর আইন পাস করেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার কাদুনা রাজ্য। এখন থেকে সেখানে ধর্ষণের দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে শাস্তি হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে তাকে (নপুংসক) খোজাকরণ করা হবে।
শুধু তাই নয়, কেউ যদি শিশু ও ১৪ বছরের কম বয়সী কাউকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড।
বৃহস্পতিবার কাদুনা রাজ্যের গভর্নর নাসির আহমেদ এল রুফাই এমন ঘোষণা দেন।