একদিকে বিরাট কোহালি, অমিতাভ বচ্চন, শাহরুখ-সালমান-আমির খান।
অন্যদিকে দেশের আমজনতা।
সেলিব্রিটিরা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছেন, আমজনতা সেই টুইটারে দাবি তুললেন- ‘চাকরি চাই’।
বেকারত্ব থেকে মুক্তি পেতে অর্থনীতির উন্নতি চাই।
চাই সীমান্তে নিরাপত্তা।
দিনের শেষে সংখ্যার বিচারে #হ্যাপিবার্থডেমোদিকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে #ন্যাশনালআনপ্লয়মেন্টডে।
আজ ছিল মোদির ৭০তম জন্মদিন।
অতীতে জন্মদিনের সন্ধ্যায় ঝটিকা সফরে মায়ের সান্নিধ্য পেতে আহমেদাবাদে উড়ে যেতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে।
করোনাকালে সে ঝুঁকি নেননি প্রধানমন্ত্রী।