মোদির জন্মদিনে ‘বেকারত্ব দিবস’ পালন

একদিকে বিরাট কোহালি, অমিতাভ বচ্চন, শাহরুখ-সালমান-আমির খান।
অন্যদিকে দেশের আমজনতা।
সেলিব্রিটিরা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছেন, আমজনতা সেই টুইটারে দাবি তুললেন- ‘চাকরি চাই’।

বেকারত্ব থেকে মুক্তি পেতে অর্থনীতির উন্নতি চাই।
চাই সীমান্তে নিরাপত্তা।
দিনের শেষে সংখ্যার বিচারে #হ্যাপিবার্থডেমোদিকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে #ন্যাশনালআনপ্লয়মেন্টডে।

আজ ছিল মোদির ৭০তম জন্মদিন।
অতীতে জন্মদিনের সন্ধ্যায় ঝটিকা সফরে মায়ের সান্নিধ্য পেতে আহমেদাবাদে উড়ে যেতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে।
করোনাকালে সে ঝুঁকি নেননি প্রধানমন্ত্রী।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.