৯০ মিনিটে করোনা পরীক্ষার নতুন যন্ত্র উদ্ভাবন

কোন বিশেষ ল্যাব ছাড়াই মাত্র ৯০ মিনিটের মধ্যে করোনার সংক্রমণ শনাক্তে সক্ষম এমন একটি র‍্যাপিড টেস্ট কিট উদ্ভাবন করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষণায় দেখা গেছে ‘ল্যাব-অন-এ-চিপ’ নামের এই কিট ব্যবহার করে পাওয়া ফলের সঙ্গে বর্তমানে প্রচলিত পরীক্ষার ফলাফলের মিল রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করতে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সিস্টেমের (এনএইচএস) আটটি হাসপাতাল এরই মধ্যে এই কিটটি ব্যবহার করছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমানে প্রচলিত পরীক্ষা এবং শনাক্তকরণ কর্মসূচির বিকল্প কোনো সমাধান হয়ে উঠবে না নতুন এই কিট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.