নির্মিত হচ্ছে দেশের প্রথম হেলিপোর্ট টার্মিনাল

শিগগিরই নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম হেলিপোর্ট টার্মিনাল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই কাওলায় প্রায় ১শ বিঘার ওপর নির্মিত হবে এই হেলিপোর্ট টার্মিনাল।

আন্তর্জাতিক মানের এই হেলিপোর্ট নির্মাণ করতে ইতোমধ্যে পরামর্শকও নিয়োগ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক কর্মকর্তারা বলছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর লাগোয়া দক্ষিণে রেললাইনের পূর্ব পাশে বেবিচকের নিজস্ব জমিতেই হেলিপোর্ট টার্মিনাল নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এজন্য ব্যয় ধরা হয়েছে ৫শ কোটি টাকা।
টার্মিনাল নির্মিত হলে ৮০টি হেলিকপ্টার একসঙ্গে অবস্থান করতে পারবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.