বাসাভাড়া ও অন্যান্য সাংসারিক ব্যয় মেটাতে ৬ লাখ ইয়েন বা ৫ লক্ষ করে টাকা পাবে জাপানের নববিবাহিত দম্পতিরা।
কোনো শহরে বসবাসকারী নারী ও পুরুষ যদি আগামী এপ্রিল থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাহলে এ সুযোগের জন্য বিবেচিত হবেন।
সরকারি সূত্রের বরাতে রোববার এ তথ্য নিশ্চিত হয়েছে।
জাপানের কর্মজীবী মানুষদের দেরিতে বিয়ে করা কিংবা একেবারেই বিয়ে না করার প্রবণতার কারণে দেশটির জন্মহার অত্যন্ত কম।
কর্মজীবী তরুণ-তরুণীদের বিয়েতে উৎসাহিত করতে নববিবাহিত দম্পতিদের এই বিশেষ সহযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ভবিষ্যতে আরো অধিক দম্পতিকে এ সুযোগের আওতায় আনা হবে বলে জানিয়েছে কেবিনেট অফিসের কয়েকটি সূত্র।