পাঁচ দিন পর ফের ৯০ হাজারের নীচে নামল ভারতের দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
গত তিন দিন ধরেই ২৪ ঘণ্টায় সুস্থ হচ্ছেন ৯০ হাজারের বেশি করোনা রোগী।
কিন্তু গত এক দিনে দেশে করোনা পরীক্ষা হল অনেক কম।
যার জেরে সংক্রমণের হার পৌঁছেছে সাড়ে ১১ শতাংশের উপরে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৬ হাজার ৯৬১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৪ হাজার ৩৫০ ও ১৬ হাজার ৩৮৯ জন।
গত দেড় মাস ধরেই আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতের দৈনিক সংক্রমণ অনেক বেশি।