‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না আলজেরিয়া’

ইসরায়েলের সঙ্গে কখনো সম্পর্ক স্থাপন করতে যাবে না বলে জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।

গতকাল রবিবার আলজেরিয়ার রাষ্ট্রয়াত্ত আন নাহার টিভিকে দেওয়া সাক্ষাতকারে একথা বলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ তাবুন।
তিনি বলেন, ‘স্বাভাবিক সম্পর্ক গড়ার দৌঁড়ে আলজেরিয়া কখনো যোগ দেবে না।’

তিনি আরো বলেন, ‘আলজেরিয়াবাসীর কাছে ফিলিস্তিন ইস্যু সবেচেয় গুরুত্বপূর্ণ ও সম্মানিত ইস্যু।’

প্রেসিডেন্ট তাবুন বলেন, ‘আল কুদসকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সঙ্কটের সমাধান সম্ভব নয়।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.