আমিরাত-বাহরাইনের পথে হাঁটবে সুদান?

উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে আমিরাত সফরে গেছেন সুদানের অন্তর্বর্তী সরকারের প্রধান।
এই সফরে আমিরাত ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন সুদানের কর্মকর্তারা। সুদানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ দেশের তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহারের বিষয়ে আলোচনা করবেন এই কর্মকর্তারা।

সুনা জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান জেনারেল আবদেল-ফাত্তাহ আল-বুরহান এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি ‘সুদানের সঙ্গে সম্পর্কিত সব আঞ্চলিক ইস্যু’ নিয়ে আমিরাতের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন।

নামহীন সূত্রের বরাত দিয়েছে অ্যাক্সিওস জানিয়েছে, সন্ত্রাসবাদের মদদদাতা দেশের তালিকা থেকে নাম বাদ দেয়ার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিনিময়ে ‘৩০০ কোটি ডলারের বেশি মানবিক সহায়তা এবং সরাসরি বাজেট সহায়তা’ চাইছে সুদান।
তারা জানিয়েছে, আগামী তিন বছর ধরে সুদানকে অর্থনৈতিক সহায়তা দিক যুক্তরাস্ট্র ও আমিরাত এমন ‘প্রতিশ্রুতি’ চাইছে সুদান।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.