ইরান জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত রয়েছে।
নিউইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশন্সের এক ভার্চুয়াল সভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ কথা বলেছেন।
২০১৮ সাল থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে।
ওই বছর ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র।
এমনকি ধুঁকতে থাকা অর্থনীতির দেশটির ওপর পুনরায় অবরোধ আরোপ ওয়াশিংটন।