কোন নারী স্বল্প পোশাক পরলেই তাকে জরিমানা করা হবে এমন এক একটি আইনের খসড়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে কম্বোডিয়ায়।
বিবিসি জানায়, জন-শৃঙ্খলাজনিত এই খসড়া আইনে নারীদের ‘খুব বেশি খাটো অথবা খুব বেশি খোলামেলা’ পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
আইনটিতে পুরুষের খালি গায়ে থাকা নিষিদ্ধ করারও প্রস্তাব দেয়া হয়েছে।
কম্বোডিয়া সরকার বলছে, দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক মান-মর্যাদা রক্ষার উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে।
তবে সরকারের এই উদ্যোগ জানাজানি হওয়ার পর সেটা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।