বোমা হামিলার হুমকির মুখে প্যারিসের আইফেল টাওয়ার থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় বুধবার দুপুরে পুরো টাওয়ার এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, অজ্ঞাতনামা এক ব্যক্তি টেলিফোনে প্যারিস পুলিশকে জানায় আইফেল টাওয়ারে বিস্ফোরক রাখা আছে।
এর পরপরই সশস্ত্র পুলিশ কর্মকর্তারা টাওয়ারের আশেপাশের সড়কগুলো কর্ডন দিয়ে ঘিরে ফেলেন।
বিস্ফোরক দল আইফেল টাওয়ার এলাকায় বোমা বা বিস্ফোরক পদার্থের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।