নির্বাচনে হেরে গেলেও ক্ষমতা হস্তান্তর করবেননা ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণ ‍উপায়ে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করেছেন ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের দল হেরে যাওয়ায় নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।
হেরে গেলে শান্তিপূর্ণ উপায়ে প্রতিপক্ষ জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ’আগে দেখি সামনে কি ঘটতে যাচ্ছে’।

এ বিষয়টি এড়িয়ে গিয়ে ব্যালট বাক্সে ভোট দেয়া নিয়ে সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ২০২০ সালে নানাধরনের বাকবিতণ্ডা, নানা অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে।
কিন্তু এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে আমেরিকার ডাক ব্যবস্থা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.