‘ট্রাম্পের বিরুদ্ধে ইরান জয়ী হয়েছে’

নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সকল নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চেয়ছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে এতে ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
আর এই ব্যর্থতাকেই ট্রাম্পের বিরুদ্ধে জয় হিসেবে দেখছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
বুধবার মন্ত্রীসভার বৈঠকে রুহানি এমনটি বলেন।

হাসান রুহানি বলেন, ইরান জাতি হিসেবে জাতিসংঘ্র বড়ো রাজনৈতিক, আইনি এবং কূটনৈতিক সফলতা পেয়েছে।
বিশ্বে আমেরিকার আধিপত্য ধ্বসে পড়েছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ করেছে যে ২০১৫ সালে স্বাক্ষরিত হওয়া পরমাণু সমঝোতা ঠিকমতো মেনে চলছে না ইরান।
আর এই অভিযোগে তাদের ওপর জাতিসংঘের সকল নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানায় যুক্তরাষ্ট্র।
যদিও যুক্তরাষ্ট্র নিজেই এই সমঝোতা থেকে ২০১৮ সালে বেরিয়ে যায়।
এর পরেও তারা ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ জাতিসংঘের সকল নিষেধাজ্ঞা মেনে চলতে সদস্যরাষ্ট্রগুলোকে বাধ্য করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.