পানি বেচে চীনের শীর্ষ ধনী

চীনের শীর্ষ ধনী ব্যক্তির তকমা হারালেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
তাঁকে টপকে চীনের শীর্ষ ধনী ও এশিয়ার দ্বিতীয় ধনী হলেন ঝং সানসান।
তাঁর মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার ৮৭০ কোটি ডলার।
জ্যাক মা-এর তুলনায় যা ২০০ কোটি ডলার বেশি।
ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সে নতুন এই পরিসংখ্যান উঠে এসেছে।
ঝং সানসান এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী হিসেবে উঠে এলেও, শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি।
বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১৭ নম্বরে রয়েছেন ঝং সানসান।

চীনে ‘লোন উলফ’ বা ‘একাকী নেকড়ে’ নামে পরিচিত সানসানের মূল ব্যবসা বোতলজাত পানি বিক্রি।
তার নংফু স্প্রিং করপোরেশন হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। ভ্যাকসিন নির্মাতা ওয়াংতাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইজের মালিকানাও সানসানের।
সম্প্রতি শেয়ারবাজারে নথিভুক্ত হয়েছে এ প্রতিষ্ঠানটি। শুধু এর জেরেই ঝংয়ের মোট সম্পদ বেড়েছে দুই হাজার কোটি ডলার।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.