প্রায় তিনশো বাংলাদেশীকে নিয়ে সৌদি পৌছালো সৌদি এয়ারলাইন্সের ২য় ফ্লাইট।
গতকাল শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাত্রা করে সৌদি পৌছেছে ফ্লাইটটি।
সৌদি আরব থেকে ছুটিতে আসার পর করোনার কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আটকা পড়েন কয়েক হাজার সৌদি প্রবাসী।
তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার পর বাংলাদেশিদের সৌদি আরবে কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টি হয়।
কিন্তু ভিসার মেয়াদ, ফ্লাইট সংকট থাকায় কিছুটা জটিলতায় পড়তে হচ্ছে প্রবাসীদের।