মহামারি করোনা থেকে বাঁচার একমাত্র উপায় সম্মিলিতভাবে লড়াই করা।
আর তা না হলেই মহাবিপদ অপেক্ষা করছে আমাদের সামনে।
আগামীদিনে দ্বিগুণ হতে পারে করোনায় মৃত্যুর সংখ্যা।
এমনটি আশঙ্কা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্মকর্তা।
শনিবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এমনই সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্তা মাইক রায়ান।
মাইক রায়ান বলছেন, মহামারি করোনার প্রকোপে বিশ্বজুড়ে ইতিমধ্যেই প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
আমরা যদি এখনই সম্মিলিত হয়ে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আগামী দিনে এই মৃতের সংখ্যাটা ২০ লাখে পৌঁছে যেতে পারে।