প্রতিবন্ধী যাত্রীকে নামানোয় বিমান কর্তৃপক্ষকে জরিমানা

biman_127532সেরিব্রাল পলসিতে আক্রান্ত কলকাতার এক তরুণীকে স্পাইস জেট বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় ৪ বছরের দীর্ঘ লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বিমান সংস্থাটিকে।

২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি জিজা ঘোষ নামে ওই তরুণী স্পাইস জেটে গোয়াগামী বিমানে ওঠেন। সেখানে সেরিব্রাল পলসি নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

অভিযোগ ছিল, বিমান ছাড়ার আগেই সংস্থার কর্মীরা তাকে নেমে যেতে বলেন। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওই যাত্রীকে নিয়ে পাইলট বিমান চালাতে রাজি ছিলেন না। তাকে অন্য বিমানে গোয়া নিয়ে যাওয়ার আশ্বাস দেয় বিমান সংস্থা। এই ঘটনায় অপমানিত বোধ করেন জিজা। তিনি সামাজিক ন্যায়বিচার ও নারী কল্যাণমন্ত্রী মুকুল ওয়াসনিককে ইমেল করে অভিযোগ জানান, অভিযোগ জানানো হয় স্পাইস জেট কর্তৃপক্ষের কাছেও।

সেদিন জিজা আরো জানিয়েছিলেন, ‘সেরিব্রাল পালসির রোগিণী হলেও স্বাভাবিক ভাবে চলাচল করতে তার কোনো অসুবিধা হয় না। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসির অ্যাডভোকেসি বিভাগের প্রধান এবং কাজের খাতিরে তিনি প্রায়ই বিমানে যাতায়াত করেন। কখনোই কোনো শারীরিক অসুবিধা হয়নি। কিন্তু বিমান সংস্থার কর্মীরা তার কথায় কর্ণপাত করেননি।’

তিনি অভিযোগ করে বলেছিলেন, বিমান ছাড়ার আগে সংস্থার কর্মীরা তাকে কার্যত জোর করেই নামিয়ে দেন সেখান থেকে।

এই ঘটনায় অপমানিত হয়ে বিমান সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই অধ্যাপিকা।

যদিও, পরে ওই বিমান কর্তৃপক্ষ তার কাছে ক্ষমা চেয়ে নেয়। তবে, তিনি মামলা প্রত্যাহার করেননি। অবশেষে দীর্ঘ ৪ বছর পর মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। ১০ লাখ টাকা জারিমানা ধার্য করা হয় স্পাইস জেট কর্তৃপক্ষের বিরুদ্ধে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.