শিক্ষক হত্যার পর ইসলাম ভীতি বাড়ার আশঙ্কা ফ্রান্সে

ফ্রান্সে ৪৭ বছর বয়সী শিক্ষক স্যামুয়েল প্যাটিকে শুক্রবার দিনে দুপুরে তারই স্কুলের সামনে মাথা কেটে হত্যা করা হয়।
রাজধানী প্যারিস থেকে প্রায় ১৫ মাইল দূরে একটি শহরতলী কোনফ্লান্স-সেইন্ট-হোনোরিনে এ ঘটনা ঘটে।

চেচনীয় বংশোদ্ভূত ১৮ বছর বয়সী একজন সন্দেহভাজন ওই শিক্ষককে হত্যার পর ফ্রান্সে ইসলাম ভীতি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সমন্বিত শাস্তিও আশঙ্কা করছে দেশটির মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী।
প্যাটিকে হত্যার ঘটনায় ফ্রান্সের শীর্ষ কর্মকর্তারা শোক ও হতবিহবল হয়ে গেছে।
এমনকি ওই ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন।
আর বুধবার প্যাটিকে মরণোত্তর ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা লিজিয়ন ডি’অনার দেয়া হয়। ওই অনুষ্ঠানে ম্যাক্রোঁ উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.