ভারতের দিল্লির নাজাফগড়ে সাত আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স আছড়ে পড়েছে (ক্র্যাশ-ল্যান্ডিং)। দুটি ইঞ্জিনই বিকল হয়ে যাওয়ায় এটি আছড়ে পড়ে।
টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
জরুরি চিকিৎসা কাজে ব্যবহৃত হয় এয়ার অ্যাম্বুলেন্স (বিশেষভাবে তৈরি ছোট বিমান)। মঙ্গলবার পাটনা থেকে আলকেমিস্ট এয়ারলাইনসের এয়ার অ্যাম্বুলেন্সটি দিল্লিতে আসার পথে নাজাফগড়ে আছড়ে পড়ে।
সি-৯০ বিচকিং এয়ার ক্র্যাফটটি আছড়ে পড়লে দুজন আরোহী গুরুতর আহত হন। বাকি আরোহীদের অবস্থা শঙ্কামুক্ত।
ছোট এ বিমানে ছিলেন একজন চিকিৎসক, একজন হৃদরোগী এবং একজন টেকনিশিয়ান। বাকি চারজন বিমানের ক্রু।
পাটনা থেকে রোগীকে দিল্লিতে আনা হচ্ছিল। রোগীর নাম বীরেন্দ্র রাই। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে মেন্দাতা মেডিসিটিতে নেওয়া হয়।
দিল্লি বিমানবন্দরে কাছাকাছি আসার পর সি-৯০ বিচকিংয়ের দুটি ইঞ্জিন অকেজো হয়ে পড়ায় বিমানের পাইলট ক্র্যাশ-ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তা না হলে ক্ষয়ক্ষতি বেশি হতো।
ক্র্যাশ-ল্যান্ডিংয়ের পরেই বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধাকারী দল।