জন্মনিয়ন্ত্রণ নয়, আরো সন্তান নিন: মুসলিমদের এরদোয়ান

epa_nocredit_129774জন্মনিয়ন্ত্রণকে ‘প্রত্যাখ্যান করে’ মুসলমানদের প্রতি আরো অধিক সংখ্যায় সন্তানের জন্ম দেবার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান।

তুর্কি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, কোন মুসলিম পরিবারেরই জন্ম নিয়ন্ত্রণের কথা বিবেচনা করা উচিৎ নয়, এবং তাদের উচিত আরো বেশি করে বংশবৃদ্ধি করা।

প্রেসিডেন্ট এরদোয়ান অতীতে জন্মনিয়ন্ত্রণকে ‘রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য’ বলে অভিহিত করেছিলেন এবং তখন তুরস্কের নারী অধিকার গ্রুপগুলো এর সমালোচনা করেছিল।

মি. এরদোয়ান সে সময় নারীপুরুষের সাম্যের ধারণাকেও উড়িয়ে দিয়েছিলেন।

তুরস্কের জনসংখ্যা বর্তমানে প্রায় সাড়ে সাত কোটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.