শিগগিরই ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে।
এ ছাড়া চট্টগ্রাম-মালে জাহাজ চলাচলও শুরু হবে অচিরেই।
গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ কথা জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ঢাকা সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ।
উভয় সরকারপ্রধানের এই বৈঠকের পর বিকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন শিগগিরই বাংলাদেশ থেকে মালদ্বীপে যাবে বাংলাদেশ বিমান।
আরেকটি সুখবর হচ্ছে, শিগগিরই চট্টগ্রাম ও মালের মধ্যে আমরা একটা শিপিং লাইন চালু করব।’
এর আগে সকালে ইব্রাহিম মোহামেদ সলিহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পর দুই শীর্ষ নেতার একান্ত বৈঠকের পর হয় দ্বিপক্ষীয় বৈঠক।
পরে তাদের উপস্থিতিতে উভয়ের দেশের মধ্যে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, সংস্কৃতি বিনিময়, ফরেন অফিস কনসালটেশন ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠকসংক্রান্ত মোট চারটি সমঝোতা স্মারক সই হয়।