মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
সম্প্রতি মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদন নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিতে যাচ্ছে মস্কো।
ওই গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই প্রতিবেদন সামনে আসার পর বেশ ক্ষেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি এবং রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপের জন্য তাকে মূল্য দিতে হবে বলে অভিযোগ তোলেন জো বাইডেন।
এর পরপরই যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আনতোনোভকে মস্কোতে ডেকে পাঠানোর কথা ভাবা হয়।
যে কোনো সময় তাকে নিজ দেশে তলব করা হতে পারে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ১৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তপেক্ষপের অভিযোগ তোলা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এর জন্য মূল্য দিতে হবে।