বিমান বিধ্বস্ত হয়ে কেনিয়ায় ২ পাইলট নিহত

কেনিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট ও কোপাইলট দুজনই নিহত হয়েছেন।
দেশটির জাতীয় পরীক্ষা কাউন্সিলের প্রশ্নপত্র নিয়ে মারসাবিত পল্লীতে যাওয়ার সময় এটি বিধ্বস্ত হয়। খবর আনাদোলুর।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গিলবার কিবে জানান, বিমানটি রাজধানী নাইরোবি থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে উড্ডয়নের পর সকাল ১০টা ১০ মিনিটে একটি পাহাড়ের ওপর এটি বিধ্বস্ত হয়।

বিমানটিতে দুই পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিল না।
তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।
পুলিশসহ কয়েকটি সংস্থা বিষয়টি তদন্তে মাঠে নেমেছে।

বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, ২০০৬ সালেও সেখানে আরেকটি বিমান দুর্ঘটনায় তিন মন্ত্রী ও চার এমপিসহ ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.