ফের নগ্ন ছবি নিয়ে বিতর্কে মেলানিয়া ট্রাম্প

আবারো মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নগ্ন ছবি নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার অভিনেত্রী কার্ডি বি মেলানিয়ার একটি পুরনো নগ্ন ছবি টুইটারে শেয়ার করলেই হৈ হুল্লোড় পড়ে যায়।
ওই ছবিটি ১৯৯৬ সালে একটি ফরাসি ম্যাগাজিনের জন্য একটি নগ্ন ফটোশুটে তুলেছিলেন মেলানিয়া।

অন্ধ ট্রাম্প সমর্থকরা এ ছবি শেয়ার করার পর থেকেই তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন।
অনেকে টুইটারের কাছে আবেদন করেছেন ছবিটি যেন সড়িয়ে দেয়া হয়।
কিন্তু টুইটারের বরাতে ইন্ডেপেন্ডেন্ট জানিয়েছে, ছবিটি টুইটার ব্যবহারের নিয়মনীতি লংঘন না করায় সেটি সড়ানো হবে না।
অন্যদিকে, বেশিরভাগ নেটিজেনরাই বলছেন- কার্ডি বি-র শেয়ার করা মেলানিয়ার নগ্ন ছবিটি আগেও প্রকাশিত হয়েছে। কার্ডি বি-ই প্রথম নন যিনি এটি শেয়ার করেছেন।
আবার অনেকে বলছেন এ ছবিতো ইন্টারনেটে খুঁজলেই পাওয়া যায়।
কার্ডি বি-র দোষটা তাহলে কোথায়! আরেকজন টুইটার ব্যবহারকারীর মত এগুলোর মাধ্যমে মেলানিয়া টাকা কামাতেন। সুতরাং এই ছবি তার ব্যক্তিগত সম্পত্তি নয় যে শেয়ার করা যাবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.