আফগানিস্তানে হঠাৎ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

হঠাৎ করেই আফগানিস্তান সফর করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

রোববার (২১ মার্চ) কোনো ধরনের ঘোষণা ছাড়াই হঠাৎ আফগানিস্তান সফর করেছেন তিনি। এরই মধ্যে তিনি দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে বৈঠক করেছেন। তালেবানের সঙ্গে স্বক্ষর হওয়া চুক্তির আওতায় যখন মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা একেবারেই নিকটবর্তী তখন আফগানিস্তান সফর করলেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি অস্টিনের প্রথম আফগানিস্তান সফর।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয় নিয়ে দুজন আলোচনা করেছেন। পাশাপাশি দেশটিতে নতুন করে সহিংসতা বাড়ার কারণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং আফগান প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেছেন।

বৈঠকের পর অস্টিন টুইটারে দেয়া এক পোস্টে লেখেন, “আমি প্রেসিডেন্ট আশরাফ গণির প্রতি খুবই কৃতজ্ঞ। আমি এখানে শুনতে এবং শিখতে এসেছি। এই সফর আমার জন্য খুবই উপকারী হয়ে উঠবে।”

আফগান তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় একটি শান্তি চুক্তি হয়েছিল। ওই চুক্তির আওতায় ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু আমেরিকায় ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলছে, এই সময়ের মধ্যে তারা সব সেনা প্রত্যাহার করবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.