বিশ্বখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বলছে, তাদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন মারাত্মক অসুস্থতা প্রতিরোধে শতভাগ কার্যকর।
পাশাপাশি এ ভ্যাকসিন লক্ষণযুক্ত কোভিড-১৯ এর ক্ষেত্রে ৭৯ শতাংশ এবং বয়স্কদের ক্ষেত্রে ৮০ শতাংশ কার্যকর।
সোমবার এ কথা জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
এছাড়া, যুক্তরাষ্ট্রে ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, তাদের ভ্যাকসিনে থ্রম্বোসিসেরও (রক্তনালীর ভেতর রক্ত জমাট বাঁধা) বড় ধরনের ঝুঁকি নেই।
অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন অন্যান্য কোম্পানির ভ্যাকসিন থেকে সস্তা এবং এর সংরক্ষণও সহজ।
কিন্তু রক্ত জমাট বাঁধার কথা জানিয়ে গত সপ্তাহে ইউরোপের বেশ কয়েকটি দেশ এর প্রয়োগ স্থগিত করে।
বাংলাদেশে সরকারিভাবে আনা ‘কোভিশিল্ড’ মূলত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারই উদ্ভাবিত টিকা। এটি ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে ভারতের সিরাম ইনস্টিটিউটে।