বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য একাধিক পর্যটন ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত।
মধ্যপ্রাচ্যের বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত দেশটি একটি নতুন দূরবর্তী স্থান থেকে কাজের ভিসারও অনুমোদন দিয়েছে।
রিমোট ওয়ার্কিং ভিসার আওতায় কর্মীরা আমিরাতে থেকে দেশের বাইরের যেকোনো সংস্থায় কাজ করতে পারবেন।
করোনা মহামারীতে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক পর্যটক ও রিমোট ওয়ার্কিং অনুমোদন দেয়া প্রথম দেশগুলোর একটি ইউএই।
রোববার দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম টুইটারে এ ভিসা চালুর বিষয়টি জানান।
দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকের পরে এ ঘোষণা দেয়া হয়েছে। শেখ মোহাম্মদ বলেন, বিশ্বজুড়ে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থানকে উন্নত করতে এবং আমাদের নাগরিক ও বাসিন্দাদের সর্বোত্তম মানের জীবনযাত্রা সরবরাহের লক্ষ্যে সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছি।
আমাদের এ যাত্রা উন্নয়নকে স্থায়ী করা।
রিমোট ওয়ার্ক ভিসা গত অক্টোবরের মাঝামাঝিতে প্রথম চালু করা হয়েছিল।
এ ভিসার আওতায় কর্মীরা কিছু নিয়ম মেনে এক বছরের জন্য আমিরাতে থাকতে পারেন।