সমস্যা সমাধানে আলোচনায় বসছে না ওয়াশিংটন-মস্কো

 

 

সাম্প্রতিক সময়ে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া।
নিজেদের মধ্যে সমস্যা সমাধানে দু’দেশের আলোচনায় বসার কথা ছিল।
কিন্তু তা আর হচ্ছে না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা ওয়াশিংটন গ্রহণ করেনি।
এর ফলে মার্কিন সরকার এ ধরনের আলোচনার সুযোগ হাতছাড়া করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার প্রকাশিত ওই বিবৃতিতে আরও জানিয়েছে, পুতিন ওয়েবিনার আকারে বাইডেনের সঙ্গে আলোচনার জন্য ১৯ থকে ২২ মার্চ পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কৌশলগত স্থিতিশীলতা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।
কিন্তু দুঃখজনকভাবে সে সময়সীমা অতিক্রম হয়ে গেছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে ওয়াশিংটনের কারণে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করার আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে গেল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.