স্বয়ংসম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প

টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমকে চ্যালেঞ্জ করে নিজের একটি স্বয়ংসম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে ফেলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
আগামী কয়েক মাসের মধ্যেই তা প্রকাশ্যে আসতে চলেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর বরাতে জানা যায়, ট্রাম্পের এক ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে, এই ওয়েব সাইটের মাধ্যমেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।
সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন বলেও তিনি জানান।
যে কোন যোগাযোগ মাধ্যম থেকে কখনওই নিজেকে দূরে সরিয়ে রাখেননি ট্রাম্প। বিশেষ করে টুইটারে তিনি বেশি সক্রিয় ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বার বার বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছেন।
টুইটারকে ব্যবহার করে তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোরও অভিযোগ উঠেছিল অনেক। তার পরেও টুইটারে সক্রিয় ছিলেন ট্রাম্প।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.