সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও সরিয়ে দিয়েছে ফেসবুক।
তার পুত্রবধু লারা ট্রাম্প নিজের ফেসবুক পেজে ওই সাক্ষাতকারটি পোস্ট করেছিলেন। ফেইসবুক কর্তৃপক্ষ তাকে ওই ভিডিওর জন্য সতর্কবার্তা পাঠায় এবং পরবর্তীতে তা সরিয়ে দিয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর রিপাবলিকান এই প্রেসিডেন্টকে নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছিল ফেসবুক।
ফক্স নিউজের কন্ট্রিবিউটর লারা ট্রাম্প অনেক বিষয় নিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাকার নিয়েছিলেন।
পরবর্তীতে নিজের পেজে সাক্ষাকারের ওই ভিডিও পোস্ট করেন।
ফেসবুক তাকে সতর্ক করে যে মেইল করেছে তিনি তার একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন।