মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেকের তৈরি করোনার টিকা দক্ষিণ আফ্রিকায় পাওয়া অতিসংক্রামক ধরনের বিরুদ্ধে উচ্চমাত্রায় কার্যকর। পাশাপাশি, সেটি প্রাণঘাতী এই ভাইরাস থেকে অন্তত ছয় মাস সুরক্ষা দেবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফাইজার কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি বলেছে, দক্ষিণ আফ্রিকায় তাদের তৃতীয় ধাপের ট্রায়ালে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের কাউকেই করোনায় আক্রান্ত হতে দেখা যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, করোনার বি.৩.৩৫১ ধরন ছড়িয়ে পড়া দক্ষিণ আফ্রিকায় ৮০০ জন ট্রায়ালে অংশ নিয়েছিলেন।
তাদের মধ্যে নয়জন কোভিড-১৯ আক্রান্ত হন, যাদের সবাই প্ল্যাসেবো গ্রুপের (স্যালাইন-জাতীয় প্রতিক্রিয়াহীন ওষুধ গ্রহণকারী) সদস্য ছিলেন।