‘কম ঝুঁকিপূর্ণ’ এলাকায় ভ্রমণ করতে পারবেন ভ্যাকসিন নেয়া লোকজন

যারা করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তারা নিরাপদেই ‘কম ঝুঁকিপূর্ণ’ এলাকায় ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে সংক্রমণ দ্রুত গতিতে বাড়তে থাকায় লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ভ্যাকসিন নেয়া লোকজনের প্রতি সংস্থাটির নতুন স্বাস্থ্যবিধি সত্ত্বেও সংক্রমণ বাড়তে থাকায় তার মতে মানুষের এখন কোনো ধরনের ভ্রমণ না করাই ভালো।

তিনি বলেন, আমরা জানি এখন সংক্রমণ বাড়ছে। আমি সাধারণ সব ভ্রমণের বিরোধী। তিনি বলেন, এই সময়ে আমরা ভ্রমণ করার বিষয়ে পরামর্শ দিচ্ছি না। বিশেষ করে যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের জন্য কোথাও ভ্রমণ করা উচিত হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.