অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন উৎপাদন স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ম্যারিল্যান্ডের বাল্টিমোরের যে কারখানায় ভ্যাকসিন উৎপাদন করা হচ্ছিল সেখানে কয়েকদিন আগে জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত দেড় লাখ ডোজ ভ্যাকসিন নষ্ট হওয়ার পর এ সিদ্ধান্ত নিল মার্কিন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট।
মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
উৎপাদনকারী প্রতিষ্ঠান এমারজেন্ট বায়ো সল্যুশন দুর্ঘটনাবশত দুটি ভ্যাকসিনের উপাদান মিশিয়ে ফেলে।
এ ঘটনায় ওষুধ নিয়ন্ত্রকদের ভ্যাকসিন অনুমোদনে বিলম্ব হয়।
এরপর কারখানাটিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন স্থগিত করা হলো।