এবার করোনার হানা ভিরাট কোহলির দলে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি।
তবে এই টুর্নামেন্টে শুরুর আগে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস।
কেননা ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ।
টুর্নামেন্ট শুরুর আগে করোনা এবার হানা দিয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে।

দলটির ওপেনার দেবদত্ত পাডিকাল করোনায় আক্রান্ত হয়েছেন।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ। করোনা শনাক্তের পর নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন তিনি।
পরবর্তী পরীক্ষায় নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
করোনা আক্রান্ত হলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন।

আইপিএলের গত আসরে অভিষেক হয়েছিল পাডিকালের। গত আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। ১৫ ম্যাচে করেছিলেন ৪৭৩ রান।

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১৪তম আসর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.