লকডাউনের মধ্যে অভিজাতদের গোপন পার্টি

করোনা মহামারির কারণে গত বছর থেকে ফ্রান্সে সব ধরনের হোটেল, রেস্টুরেন্ট, বার বন্ধ।
তবে দেশটির অভিজাত শ্রেণির লোকেরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপনে ঠিকই পার্টি করে চলেছেন।
সম্প্রতি তাদের এ ধরনের পার্টির কিছু ভিডিও ফাঁস হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, ফরাসি মন্ত্রীরাও এসব পার্টিতে অংশ নিয়েছেন।
এরপর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশটিতে।

গোপন পার্টি কেলেঙ্কারির এ ঘটনা প্রথমে প্রকাশ্যে আসে স্থানীয় টিভি চ্যানেল এম৬-এর একটি প্রতিবেদনে।
সেখানে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দুটি বিলাসবহুল রেস্টুরেন্টে মাস্কবিহীন অতিথিদের পার্টি করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ছদ্মবেশী এক সাংবাদিক একটি বেসরকারি ক্লাবে প্রবেশ করছেন।
সেখানে সাদা গ্লাভস পরা এক ওয়েটার তাকে স্বাগত জানান।
এসময় ছদ্মবেশী সাংবাদিককে জিজ্ঞেস করা হয়, তিনি কার আমন্ত্রণে এসেছেন। তাকে আরও বলা হয়, একবার ভেতরে গেলে আর কোনও করোনা নেই।

ভিডিওতে হোটেল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক ব্যক্তিকে ব্যখ্যা করতে শোনা যায়, তাদের মেন্যু শুরু হয় জনপ্রতি ১৬০ ইউরো (১৬ হাজার টাকা প্রায়) থেকে। আর ৪৯০ ইউরো (৪৯ হাজার টাকা প্রায়) দিলে অতিথিরা ফোয়ি গ্রাসের (হাঁসের কলিজা থেকে তৈরি খাবার) পাশাপাশি জিঞ্জার সসে চুবিয়ে ট্রাফল (একধরনের ছত্রাক) ও নরওয়ে লবস্টার (একজাতীয় গলদা চিংড়ি) উপভোগ করতে পারবেন, সঙ্গে থাকবে শ্যাম্পেইনে গলা ভেজানোর সুযোগও।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.