মার্কিন যুক্তরাষ্ট্রে দু’সপ্তাহ পর ভ্যাকসিন নিতে পারবেন প্রাপ্তবয়স্করা

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন যে, আগামী দু’সপ্তাহের মধ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
এদিকে দেশটির অর্থনৈতিক পাওয়ার হাউস হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়ায় ১৫ জুনের মধ্যে সব ব্যবসা-প্রতিষ্ঠান পুনরায় চালু করে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর থেকেই করোনাভাইরাস পরিস্থিতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কর্মসূচি এগিয়ে যাচ্ছে এবং দেশের সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বাইডেন বলেন, আগামী ১৯ এপ্রিল থেকে ১৮ বছরের বেশি যে কেউ ভ্যাকসিন দিতে পারবেন।
প্রাপ্ত বয়স্কদের আগামী ১ মে থেকে ভ্যাকসিনের আওতায় আনার কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.