রাইড শেয়ারিং অ্যাপ উবার ফের চালু

রাইড শেয়ারিং অ্যাপ উবার সরকার এবং বিআরটিএর নির্দেশনা অনুযায়ী তাদের সেবা চালু করেছে। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশে উবারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

উবার বলছে, সরকার এবং বিআরটিএর নির্দেশনা অনুযায়ী উবারের সেবা চালু করা হয়েছে। তবে উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জরুরি বিজ্ঞপ্তিতে আজ বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব সিটি করপোরেশনের এলাকায় শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। সরকারের এই বিজ্ঞপ্তির আলোকেই উবার তাদের সেবা চালু করেছে। সে হিসেবে কেবল সিটি করপোরেশন এলাকায়ই উবারের সেবা নেওয়া যাবে।

আজও রাইড শেয়ারিং অ্যাপ খুলে দেওয়ার দাবিতে রাজধানীর মগবাজার, বেইলি রোড, শ্যামলী, এয়ারপোর্ট ও তেজগাঁও বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকেরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.