মার্কিনিদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি

বাংলাদেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
বিশ্বের দেশগুলোকে ৪টি আলাদা তালিকায় ভাগ করা হয়েছে।
যেখানে বাংলাদেশকে রাখা হয়েছে ‘অতি উচ্চ’ লেভেল চারে।

কোভিড সংক্রমণের মাত্রার ভিত্তিতে স্বল্প, মধ্যম, উচ্চ ও অতি উচ্চ, এই চারটি লেভেল তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সফরের ক্ষেত্রে সিডিসির ওয়েবসাইটে দেয়া সতর্কতায় বলা হয়েছে, মার্কিনিদের উচিত বাংলাদেশে সকল প্রকার ভ্রমণ এড়িয়ে চলা।
কারণ হিসেবে বলা হয়েছে, এই অবস্থায় বাংলাদেশ সফর করলে দুই ডোজ ভ্যাকসিন নেয়া মার্কিনিরাও করোনার নতুন ধরনে সংক্রমিত হতে পারেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.