যুক্তরাষ্ট্রে ফ্লাইট বৃদ্ধি করছে এমিরেটস এয়ারলাইন্স

এমিরেটস এয়ারলাইন আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে পুনরায় ফ্লাইট শুরু করার ঘোষণা দিয়েছে।
প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ৪টি করে ফ্লাইট পরিচালিত হবে।

অরল্যান্ডোতে ফ্লাইট শুরু হলে যুক্তরাষ্ট্রে এমিরেটস এয়ারলাইন্সের গন্তব্যের সংখ্যা ১১টিতে উন্নীত হবে এবং সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা হবে ৬০টিরও অধিক। বর্তমানে এয়ারলাইনটি বোস্টন, নিউ ইয়র্ক (জেএফকে), লস এঞ্জেলেস, শিকাগো, ওয়াশিংটন ডিসি, সিয়াটল, ডালাস, হিউস্টন এবং স্যান ফ্রান্সিসকোতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
নিউ আর্কেও জুন মাসেই পুনরায় ফ্লাইট শুরু হবে।
জেট ব্লু এবং আলাস্কান এয়ারলাইন্সের সঙ্গে কোড শেয়ার চুক্তি থাকার ফলে এমিরেটস যাত্রীরা নিরবিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোতেও ভ্রমণ সুবিধা পাবেন।

অরল্যান্ডোতে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে দুই শ্রেণিবিশিষ্ট বোয়িং ৭৭৭-২০০এলআর।
উড়োজাহাজটির বিজনেস শ্রেণিতে ৩৮টি লাই-ফ্ল্যাট আসন এবং ইকোনমি শ্রেণিতে ২৬৪টি আরামদায়ক আসন থাকবে।

করোনা মহামারীকালে আকাশ ভ্রমণে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস কোভিড-১৯ কভারেজসহ মাল্টি-রিস্ক ভ্রমণবীমা চালু করে। ১ ডিসেম্বর ২০২০ থেকে ক্রয়কৃত সকল টিকিটের ক্ষেত্রে যাত্রীরা বিনামূল্যে এই বীমা সুবিধা পাবেন।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ৯০টির অধিক গন্তব্যে ভ্রমণ সুবিধা পাচ্ছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.