শুক্রবার (৯ এপ্রিল) যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
‘ডিউক অব এডিনবার্গ’ খেতাবধারী এই যুবরাজের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর।
বিবিসি’র বরাতে জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ তার স্বামীর মৃত্যুর ঘোষণা দিয়েছেন বলে রাজপরিবারের তরফ থেকে জানানো হয়েছে। শুক্রবার সকালে তিনি বাকিংহাম প্যালেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফিলিপ এর আগে, দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে গত ১৬ মার্চ হাসপাতাল ছাড়েন।