এক মাসে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭০ হাজার অভিবাসন প্রত্যাশী আটক

যুক্তরাষ্ট্র অভিমুখে মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশীদের ঢল অব্যাহত রয়েছে।গত এক মাসে রেকর্ড ১৯ হাজার শিশুসহ সীমান্ত থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে মার্কিন সীমান্ত বাহিনী।

সীমান্ত নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে এক রকম কঠিন পরীক্ষার মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অভিবাসীদের একটি দল ১০ বছরের শিশুটিকে টেক্সাসের নির্জন মরুভূমিতে ফেলে যায়। নিকারাগুয়ার এই শিশুটিকে পরে অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর মতো আরো অসংখ্য শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে গত একমাসে।

শুধু মার্চ মাসেই মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় রেকর্ড প্রায় ১৯ হাজারের বেশি শিশুকে আটক করেছে মার্কিন সীমান্ত বাহিনী। শুধু তাই নয়, ২০০১ সালের পর রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে গ্রেফতারের কথা জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গত এক মাসে রেকর্ড ১ লাখ ৭০ হাজার অভিবাসন প্রত্যাশীকে গ্রেফতারের পাশাপাশি অনেককে সীমান্ত থেকে ফিরিয়ে দিয়েছে সীমান্ত রক্ষীরা।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণসহ সীমান্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির কারণে অভিবাসীদের ঢল কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ক্ষমতা নেয়ার পরই সীমান্তে নমনীয়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরপরই অভিবাসন প্রত্যাশীদের চাপ আগের চেয়ে আরো বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের অব্যাহত চাপ সামাল দিতে আইনি সমাধানের চেষ্টা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখের বেশি অভিবাসী বসবাস করছেন যাদের কারোরই ভিসা অর্থাৎ থাকার অনুমতি নেই। নতুন করে এ অবস্থায় অভিবাসীদের ঢল সামাল দিতে আইন পাসে বিভক্ত কংগ্রেসে জো বাইডেনকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.