মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) তাদের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করেছে। যদি কারও বাংলাদেশ সফর আবশ্যকীয় হয় তাহলে সফরের আগে তাকে অবশ্যই করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে সিডিসি।

গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের নাগরিকদের স্বাস্থ্যবিধি মানতে অবহেলা আর বিশেষজ্ঞদের উদ্বেগের মধ্যেই সংক্রমণ ও মৃত্যুর আগের সব রেকর্ড ভেঙে যাচ্ছে বলে উল্লেখ করেছে সিডিসি।

সিডিসির নির্দেশনায় লেখা হয়েছে- ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এমনকি সম্পূর্ণরূপে টিকা নেয়া মানুষজনেরও করোনার নতুন ধরনে সংক্রমিত হওয়া ও তার বিস্তার ছড়ানোর ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে ভ্রমণ এড়িয়ে চলা উচিত।’

নির্দেশনায় আরও বলা হয়েছে- ‘যদি কারও বাংলাদেশ সফর আবশ্যকীয় হয় তাহলে সফরের আগে তাকে অবশ্যই করোনা টিকার দুটি অর্থাৎ সম্পূর্ণ ডোজ নিতে হবে। সব ভ্রমণকারীকে অবশ্যই হাত ধুতে হবে এবং মাস্ক পরতে হবে। এড়িয়ে চলতে হবে জনসমাগম।’

উল্লেখ্য, সিডিসি করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় দেশগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করেছে। এগুলো হলো- নিম্ন, মাঝারি, উচ্চ এবং অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশ সিডিসির তালিকায় অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের কাতারে রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.