করোনার আফ্রিকান ধরন প্রতিরোধে ততটা কার্যকর নয় ফাইজারের ভ্যাকসিন

কিছু কিছু ক্ষেত্রে ফাইজারের করোনা ভ্যাকসিনের কার্যকারিতাও ধ্বংস করতে পারে করোনার নতুন দ. আফ্রিকান ধরন। সম্প্রতি ইসরায়েলি একটি গবেষণায় এ তথ্য জানা যায়।

গবেষণায় দেখা গেছে, দুই ডোজ টিকা নিয়েও দক্ষিণ আফ্রিকান এই ধরনটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে ফাইজারের ভ্যাকসিন। যদিও এটা এখনও পরিষ্কার নয় যে এর ফলে ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু হারায়।

শনিবার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, এই টিকার এক অথবা দুই ডোজ নিয়ে করোনা আক্রান্ত প্রায় ৪০০ মানুষ এবং টিকা গ্রহণ না করা সমসংখ্যক আক্রান্তের মধ্যে এই পরীক্ষা চালানো হয়।
বয়স, লিঙ্গ এবং অন্যান্য বিষয়াদি মাথায় রেখেই এ পরীক্ষা চালানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.