বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর-ঢাকা ও ঢাকা-রিয়াদ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সিভিল এভিয়েশন অথরিটি আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে সকল যাত্রীবাহী বিমান চলাচলের ওপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে।
এ কারণে ১৩ এপ্রিল তারিখের কুয়ালালামপুর-ঢাকা বিজি০৮৭ ফ্লাইট ও ১৪ এপ্রিল রাতে ঢাকা-রিয়াদের বিজি৪০৩৯ ফ্লাইট নির্ধারিত সময়ের আগে ছেড়ে যাবে।
সোমবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
নতুন সময় হচ্ছে, ঢাকা-কুয়ালালামপুর বিজি ০৮৬, ১৩ এপ্রিল দুপুর ২টায় ঢাকা থেকে ছাড়বে (ঢাকা স্থানীয় সময়)।
কুয়ালালামপুর-ঢাকা বিজি ০৮৭, ১৩ এপ্রিল রাত ৯টায় কুয়ালালামপুর থেকে ছাড়বে (কুয়ালালামপুর স্থানীয় সময়)।
ঢাকা-রিয়াদ বিজি ৪০৩৯-এ, ১৩ এপ্রিল রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে যাবে (ঢাকা স্থানীয় সময়)।
এসব ফ্লাইটের যাত্রীদেরকে নতুন সময়সূচি অনুযায়ী অন্তত ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বিমান।
বিস্তারিত তথ্যের জন্য বিমানের যেকোনও সেলস অফিস, অথবা বিমান কল সেন্টার নম্বর— ০১৯৯০ ৯৯৭ ৯৯৭-তে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে এয়ারলাইন্সটি।