ডেনমার্কে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া বন্ধ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা দেওয়া বন্ধ করেছে ডেনমার্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টিকা দেওয়ার পর রক্ত জমাট বাঁধার উদ্বেগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডেনমার্কের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত সপ্তাহে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন অ্যাজেন্সি জানায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা দেওয়ার ফলে রক্ত জমাট বাঁধার শঙ্কা রয়েছে। তবে, করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি আরো বেশি।

পরে ইউরোপের বেশ কয়েকটি দেশ সাময়িকভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ব্যবহার স্থগিত করে দেয়। কিন্তু এই টিকা ব্যবহার বাতিল করে দিয়েছে ডেনমার্ক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.