রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আনছে মার্কিন যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য সামনে এসেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলা এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবা হচ্ছে।

বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার ৩০টিরও বেশি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা হতে পারে।
এছাড়া যুক্তরাষ্ট্র থেকে কমপক্ষে ১০ রুশ কর্মকর্তাকে বহিষ্কার করা হতে পারে। এর মধ্যে বেশ কয়েকজন রুশ কূটনীতিকও থাকতে পারেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে বাইডেন প্রশাসন।
গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। সে সময় তিনি জানিয়েছেন, জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবে তার দেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.