সহজ সংরক্ষণযোগ্য করোনা টিকা আনছে ফাইজার

করোনার সহজে সংরক্ষণ ও ব্যবহারযোগ্য টিকার একটি নতুন সংস্করণ বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার।
শুক্রবার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান।

জার্মানির বাইয়োনটেকের সঙ্গে ফাইজার এরইমধ্যে করোনার টিকা তৈরি করেছে, যা ইউরোপে মহামারী নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে ফাইজারের এই টিকা বহন ও সংরক্ষণ খুবই কষ্টসাধ্য।

ফাইজারের টিকার বর্তমান মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়।
ফলে সব টিকাদান কেন্দ্রে এটা সংরক্ষণ ও বিতরণ করা যায় না।

তবে মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলবার্ট ব্যুরলা এক সাক্ষাৎকারে এএফপিকে জানান, নতুন সংস্করনের টিকা আসার পথে।
ফাইজারের নতুন সংস্করণের টিকা করোনার ভাইরাসের নতুন ভেরিয়েন্টের ক্ষেত্রেও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.