করোনা প্রতিরোধে টিকার পর এবার খাওয়ার ওষুধ আনতে যাচ্ছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার।
সব ঠিকঠাক থাকলে ওষুধটি আগামী বছরই বাজারে আসতে পারে।
গত মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী (সিইও) আলবার্ট বোরলা।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক যৌথভাবে করোনারোধী টিকা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যবহার শুরু হয়েছে। ফাইজার-বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত টিকা ৯৫ শতাংশ কার্যকর।
সাক্ষাৎকারে ফাইজারের সিইও বলেন, আমরা আসলে দুটি জিনিস নিয়ে কাজ করছি।
একটি ইনজেশনের মাধ্যমে দেয়ার, অন্যটি মুখে গ্রহণের ওষুধ (অ্যান্টি-ভাইরাল)।